কায়রোয় শুটিং বিশ্বকাপে ঐশ্বর্যের সোনা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শুটিং বিশ্বকাপে ঐশ্বর্যের সোনা। কায়রোয় অনুষ্ঠিত চলতি শুটিং বিশ্বকাপে সোনা জয়ী হলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ টোমার। পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতলেন তিনি। ১৬-৬ ফলাফলে তিনি পরাজিত করলেন অস্ট্রিয়ার শুটার আলেকজান্ডার স্কিমিরিকে। এ পর্যন্ত শীর্ষে রয়েছে ভারত। ৪টি সোনা ও ২টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ওপরে রয়েছে ভারতীয় দল।

