সবরকম লোন ইএমআই বন্ধ ৩ মাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার জেরে দেশব্যাপী অর্থনৈতিক লকডাউনের মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক ৩ মাস ইএমআই স্থগিতের নির্দেশ দিল। এর জেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন গ্রাহকরা বলে ওয়াকিবহাল মহলের ধারণা। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় “মোরাটোরিয়াম”। সর্বসাধারণের ব্যাঙ্ক এবং এনবিএফসি-কে শীর্ষ ব্যাঙ্কের এই নির্দেশিকা মানতে বলা হয়েছে। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। আর রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। শীর্ষ ব্যাঙ্কের এই পদক্ষেপের জেরে জিডিপি বাড়বে বলে আশা করছেন দেশের পথিকৃৎ অর্থনীতিবিদরা।
৩ মাসের মোরাটোরিয়াম এবং রেপো রেট সংক্রান্ত ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিবস্থা বজায় রাখতে সহায়ক হবে। রিজার্ভ ব্যাঙ্কের শুক্রবারের এই ঘোষণার ফলে ব্যাঙ্কের ঋণগ্রাহকরা যথেষ্ট উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে শীর্ষ ব্যাঙ্কের এই ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে দেশে অর্থের যোগান বাড়বে। পাশাপাশি কমবে তহবিল গড়ার খরচ। উপকৃত হবেন মধ্যবিত্তরা।