দার্শনিক জাক দেরিদার স্ত্রী মার্গেরিত প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জীবনাবসান হল প্রবাদপ্রতিম দার্শনিক জাক দেরিদার স্ত্রী মার্গেরিত দেরিদা অকুতুরিয়েরের (৮৭)। জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্যারিসের রথসচাইল্ড ফাউন্ডেশনের অবসরগৃহে তাঁর চিকিৎসা হচ্ছিল। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই সন্তান পিয়ের আলফেরি এবং জাঁ দেরিদাকে। উল্লেখ্য, স্বামী জাক দেরিদা প্রয়াত হন ২০০৪ সালে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন সাইকো-অ্যানালিসিস এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মার্গেরিত দেরিদা আমাদের ছেড়ে গেলেন। পেশায় মনোবিশ্লেষক মার্গেরিতের জন্ম হয়েছিল চেক রিপাবলিকে। প্রশিক্ষণ গ্রহণ করেন সাইকো-অ্যানালিটিক সোসাইটি অফ প্যারিস থেকে।