nobin pottanayekHealth Others 

করোনা চিকিৎসার লক্ষ্যে ওড়িশায় বড়ো হাসপাতাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় সব থেকে বড়ো হাসপাতাল গড়ছে ওড়িশা সরকার।সূত্রের খবর,এই হাসপাতলে থাকবে হাজার বেড।মাত্র ১৫দিনের মধ্যেই এই হাসপাতালের শুরু হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশা সরকার এস ইউএম ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি করে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ১৫দিনের মধ্যে ২টি হাসপাতলের কাজ শুরু হবে। আবার ওএমসি মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ৫০০কোটি টাকা অনুদান দিয়েছে। ওড়িশায়COVID19 এ আক্রান্তের সংখ্যা দুই।

Related posts

Leave a Comment