জোরজুলুম নয়, বার্তা মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাশ টানা মানে জোরজুলুম নয় এমনি স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় সোশ্যাল ডিস্ট্যানসিং করতে হবে। এক্ষেত্রে কোনওভাবেই যাতে অতি আবশ্যিক পরিষেবায় যাতে বিঘ্ন না ঘটে নবান্ন থেকে সেই বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্দেশ দেওয়ার পর সরেজমিনে খতিয়ে দেখলেন বাজার, দোকান ও অত্যাবশ্যকীয় পরিষেবা ঠিকমতো চলছে কিনা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশের ভিত্তিতেই জরুরি পরিষেবা অব্যাহত রাখতে নতুন নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব রাজীব সিনহা।