আমেরিকার লুইসিয়ানায় হারিকেন লরার তাণ্ডব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকার লুইসিয়ানায় হারিকেন লরার তাণ্ডব। এই ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ২৪০ কিলোমিটার। সূত্রের খবর, হারিকেনের তাণ্ডবে কয়েক লক্ষ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মৃতের সংখ্যা ৬ বলে জানা গিয়েছে। এর প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়, তবে তা হয়নি। শেষ পর্যন্ত তাণ্ডব থেমে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্রের খবর, হারিকেনটি শক্তিহীন হয়ে যায়। বাতাসে গতিবেগ প্রতি ঘন্টায় ৬৫ কিলোমিটারে নেমে আসে। তবে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়। লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ভুগবেন এমনই আশঙ্কা ছিল, তবে তেমনটা হয়নি। অনেক ক্ষতি হয়েছে। নাগরিকদের সাবধানে থাকার আহ্বান জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে জানিয়েছেন, সপ্তাহের শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন।

