এক দশক পর ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল বিশ্বের এক নম্বরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিজের ৫২ কেজি ক্যাটাগরিতে প্রায় এক দশক পরে কোনও ভারতীয় বক্সার এই বিশেষ সম্মান অর্জন করলেন। বিশ্বে এখন এক নম্বর বক্সার ভারতের অমিত পাঙ্গাল। উল্লেখ্য, ২০০৯ সালে বিজেন্দর সিং এই সম্মান পেয়েছিলেন। বিশ্বের এক নম্বর হওয়ায় অলিম্পিক কোয়ালিফিকেশনে বাড়তি সুবিধা পাবেন অমিত। অলিম্পিকের যোগ্যতা পর্বের ম্যাচ রয়েছে। দুটো ম্যাচ জয়ী হলে অলিম্পিকের টিকিট নিয়ে ঘরে ফিরতে পারবেন অমিত পাঙ্গাল। ২৪ বছর বয়সী অমিতের পয়েন্ট এখন ৪২০। কোয়ালিফিকেশনে ভাল ফলাফল করতে পারলে এক নম্বর স্থান অটুট রাখতে পারবেন। হরিয়ানার রোহতকের এই বক্সারের মন্তব্য, “বিশ্বের এক নম্বর হওয়ার পরে আত্মবিশ্বাস বাড়ল।”