চিন সীমান্তে সংঘাতের আবহে ভারতের পাশে আমেরিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চিন সীমান্তে সংঘাতের আবহে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা।ভারতের সঙ্গে চিনের সংঘাতে বরাবরই ভারতকে সমর্থন করেছে আমেরিকা। এই পরিস্থিতির মধ্যেই ভারতকে অ্যাডভান্স হেলিকপ্টার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এয়ারক্রাফট নির্মাণকারী সংস্থা বোরিংয়ের পক্ষ থেকে জানা যায় ভারতের হাতে ৩৭টি অ্যাডভান্স হেলিকপ্টার তুলে দেওয়া কথা।এবিষয়ে আরও জানা যায়, ২২টি অ্যাপাচে ও ১৫টি চিনুকের ডেলিভারি সম্পূর্ণ করল ওই সংস্থা।জানা যায়, গত মাসেই তা সরবরাহ করা হয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে এয়ারফোর্সের যে ফ্লিট মোতায়েন করা হয়েছিল, তার অন্যতম অংশ এই হেলিকপ্টারগুলি।উল্লেখ্য, ২০১৫-সালের সেপ্টেম্বর মাসে বোয়িং -এর সঙ্গে এইসব হেলিকপ্টারগুলি কেনার চুক্তি সম্পন্ন হয়।উল্লেখ করা যায়, AH-64E Apache বিশ্বের সবচেয়ে উন্নতমানের কপ্টার। বিশ্বে মোট ১৭টি দেশে এই কপ্টার ব্যবহৃত হয়। বোয়িং ইন্ডিয়া ডিফেন্সের ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দর আহুজা এ বিষয়ে জানিয়েছেন, “সেনাবাহিনীর জন্য কপ্টার সরবরাহ করে আমরা ভারতের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্পর্ক মজবুজ করছি। তাদের চাহিদা মতো ভবিষ্যতেও কপ্টার সরবরাহ করা হবে।” পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অ্যাপাচে কপ্টার পাঠানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

