rasoraj and birthdayEducation Entertainment Others 

অমৃতলাল বসুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে জন্মেছিলেন অমৃতলাল বসু। তাঁর রচিত একাধিক নাটক রয়েছে। ১৮৫৩ সালে তাঁর জন্ম। “রসরাজ”নামে খ্যাত ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে “বিবাহ-বিভ্রাট”,”হরিশচন্দ্র” ও “আদর্শ বন্ধু” প্রভৃতি। অত্যন্ত গুণী মানুষ হিসাবে তাঁর সুনাম ছিল। সঙ্গীতকার ও অভিনেতা হিসাবেও জনপ্রিয় ছিলেন তিনি। ১৯২৯সালের ২ জুলাই তাঁর প্রয়াণ দিবস। ১৭ এপ্রিল তাঁর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

Related posts

Leave a Comment