আইসিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দশম-দ্বাদশ দুই পরীক্ষা পিছোল আইসিএসই। উল্লেখ করা যায়, এবারের মতো দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পূর্বেই বাতিল করে দিয়েছে সিবিএসই। দেশে করোনার আবহ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত। এবার আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ)-র পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব হবে, তা নিয়েও সমস্যা বেড়েছে। তবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই) সচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, সারা দেশে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে জুনের প্রথম সপ্তাহে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে অফলাইনে। পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। এক্ষেত্রে বলা হয়েছে, দশম শ্রেণির পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির সঙ্গে অফলাইনে পরীক্ষা দিতে পারে আবার অফলাইনে পরীক্ষা না-ও দিতে পারে। এ বিষয়ে আরও বলা হয়েছে, অফলাইনে পরীক্ষা না দিতে পারলে সেক্ষেত্রে বোর্ডের ঠিক করে দেওয়া নির্দিষ্ট পদ্ধতিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে।

