carona and yashBreaking News Others 

করোনার জেরবার আবহে “যশ” আসার খবরে আতঙ্ক জনজীবনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানের স্মৃতি রাজ্যবাসীর মনে এখনও টাটকা। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আজও সেই চিহ্ন রয়ে গিয়েছে। ফের আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। একদিকে করোনা পরিস্থিতিতে জেরবার রাজ্য। অন্যদিকে ঘূর্ণিঝড়ের আভাস। সবমিলিয়ে জোড়া চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। কীভাবে এর মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়ে উদ্বেগ বেড়েছে। করোনার জেরবার আবহে “যশ” ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্কও বেড়েছে জনজীবনে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় “যশ” আছড়ে পড়ার সম্ভাবনা দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে। এই সংক্রান্ত বিষয়ে মুখ্যসচিব জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেছেন বিষয়টি নিয়ে। বিপর্যয় মোকাবিলার কাজ যাঁরা করবেন, তাঁদের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ও স্যানেটাইজার ব্যবহার করার।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, সাইক্লোন সেন্টারগুলি ব্যবহার করার আগে স্যানেটাইজ করার নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই সেখানে সরঞ্জাম পাঠানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নজর রাখা হয়েছে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি সহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে। বিদ্যুৎ দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর সহ সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগণা জেলায় । পাশাপাশি করোনা পরিস্থিতিও এই দুই অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছে।
রাজ্যজুড়ে করোনা সংক্রমণের জেরে লকডাউন পর্ব চলছেগত ১৬ মে থেকে । এর মধ্যেই ঘূর্ণিঝড় “যশ” আসার খবরে আতঙ্কও বেড়েছে জনজীবনে। ফণী থেকে আম্ফান , এরপর “যশ” ঘিরে আবারও বিপর্যয় সামনে, তার মোকাবিলায় নামতে চলেছে রাজ্য সরকার।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment