পশ্চিমবঙ্গের ৬ জেলায় অ্যান্টিবডি পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যান্টিবডি পরীক্ষা। সূত্রের খবর, আইসিএমআর করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা ও রক্তে এর অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে। জানা গিয়েছে, ২১টি রাজ্যের ৬৯ জেলার প্রায় ২৪ হাজার ব্যক্তির রক্ত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৬ জেলা। আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতা এই তালিকায়। প্রতি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি ৪০০টি পরিবারের একজনের রক্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

