চিনে আর্জেন্টিনা ফুটবল দল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: চিনের বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে লাতিন আমেরিকার ফুটবল দল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। আগামী ১৫ জুন বেজিংয়ের ওয়াকার্স স্টেডিয়ামে আয়োজন হবে এই ম্যাচ। উল্লেখ করা যায়,২০১৭ সালের পর আর্জেন্টিনার হয়ে আবারও চিনে খেলতে যাবেন মেসির দল। এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চিন বিশেষ উদ্যোগ নিতে চলেছে। চিনের ফুটবল সংস্থা সূত্রে জানানো হয়েছে, মেসির হাতে পুরস্কারও তুলে দেওয়া হতে পারে।(ছবি: সংগৃহীত)

