Arjun Erigaisi-1Others Sports 

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সেরা অর্জুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্জুন এরিগাইসি ৫৮-তম সিনিয়র জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন। অর্জুন ১১ রাউন্ডে অপরাজিত থাকলেন। ৮.৫ পয়েন্টে শেষ করার পর তিনি টাইব্রেকারে জয়ী হয়েছেন। অন্যদিকে ভুবনেশ্বরে আয়োজিত হওয়া মহিলাদের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা হলেন ১৬ বছর বয়সি দিব্যা দেশমুখ। উল্লেখ করা যায়, ২০০৩ সালে কোনেরু হাম্পির পর নাগপুরের দাবাড়ুই সবচেয়ে কম বয়সে জাতীয় খেতাব জয়ী।

Related posts

Leave a Comment