অভিনয়ের জন্য পুরস্কার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার দূরদর্শনে রামানন্দ সাগরের রামায়ণ। সবাইকে টেলিভিশনের পর্দায় টানছে। সূত্রের খবর, শো-য়ের অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের বিভিন্ন মত প্রকাশ করেছেন। বিশেষ করে অরুণ গোভিল (রাম), দীপিকা চিকলিয়া (সীতা), সুনীল লেহরি (লক্ষ্মণ) ও অরবিন্দ ত্রিবেদী (রাবণ) এই রিপিট শো চলাকালীন তাঁদের নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন। সূত্রের আরও খবর, ট্যুইটারে একটি সাক্ষাৎকারে অরুণ গোভিল দুঃখ করে জানিয়েছেন, অভিনয়ের জন্য তিনি কেন্দ্রীয় বা রাজ্য স্তরে কোনও পুরস্কারই পাননি। পাশাপাশি তাঁর আরও মন্তব্য, “কেন্দ্রীয় হোক বা রাজ্য, কোনও সরকারের কাছ থেকেই কোনও সম্মান আমি পাইনি। আমি উত্তরপ্রদেশের মানুষ তারাও আমাকে কোনও সম্মান দেননি। আমি যে মুম্বইতে গত ৫০ বছর ধরে রয়েছি, সেই মহারাষ্ট্র সরকারও আমাকে কোনও পুরস্কার দেয়নি।” এরপর অনেকেই পুরস্কার পাওয়ার দাবি তোলেন।

