babul and shatrugnaBreaking News Others Politics 

আসানসোলে বাবুলের রেকর্ড ভাঙলেন শত্রুঘ্ন সিনহা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুরুতে ব্যবধান বাড়লেও তা ধরে রাখতে পারলেন না বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। গণনা যত এগিয়েছে, ততই ব্যবধান বেড়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার । আসানসোল লোকসভাতে প্রথমবারের জন্য ফুটতে দেখা গেল জোড়া ফুল। এবার শিল্পাঞ্চলের এই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হল তৃণমূল। বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ডও হল।
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের থেকে ২ লক্ষ ৩০ হাজার ১৩৭ ভোটে এগিয়ে। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সব কটি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছেন। গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। তবে তা হয়নি। গণনার রাউন্ড বাড়তেই এগিয়ে যান তৃণমূল প্রার্থী।

১২তম রাউন্ডে তৃণমূল প্রার্থী ১ লক্ষ ৯৯ হাজারের বেশি ভোটে এগিয়ে যান। ক্রমেই সেই ব্যবধান বাড়তে বাড়তে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি পৌঁছে যায়। আসানসোল লোকসভার ৭টি বিধানসভার মধ্যে ৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। ৩টিতে এগিয়ে ছিল বিজেপি। পরবর্তী সময়ে ৭টি বিধানসভাতেই লিড নিয়েছে তৃণমূল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র হয়ে লড়ে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে। সেই রেকর্ড ভাঙলেন শত্রুঘ্ন সিনহা।

Related posts

Leave a Comment