কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বেচ্ছাবসর প্রকল্প। সূত্রের খবর, কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করেছে অশোক লেল্যান্ড। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, পরিচালন পর্ষদ প্রকল্পটিতে সম্মতি দিয়েছে বলে বিএসই-কে জানানো হয়েছে। সূত্রের আরও খবর, ৯ মাসের জন্য এটি আনা হচ্ছে। অন্যদিকে ৬০ কোটি টাকা লগ্নিতে বিশ্ব বাসেস অ্যান্ড কোচেস নামে শাখা সংস্থা চালু করছে অশোক লেল্যান্ড।

