asham and earthquakeBreaking News Others 

অসমের ভূমিকম্পে বাড়ি-রাস্তাঘাটে ধ্বংসের চিহ্ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসম থেকে বাংলা ভূমিকম্পে কাঁপল বিস্তীর্ণ অংশ। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। ঘরজুড়েই ফাটল দেখা দেয়। অনেক পথেই ধ্বংসের চিহ্ন দেখা গিয়েছে। অসমের বেশ কিছু এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ির দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। ভয়ে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। বেশ কয়েকটি এলাকায় বাড়ি ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

উত্তরবঙ্গের একাধিক জেলাও ভূ-কম্পনে কেঁপেছে। কম্পন অনুভূত হল দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। সূত্রের খবর,আজ সকালে প্রথম কম্পনটি অনুভূত হয় অসমে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে ৷ এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়েছিল। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়েও কাঁপল মাটি। মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় কম্পন পরিলক্ষিত। সূত্রের আরও খবর,বাংলাদেশ ছাড়াও গুজরাট ও বিহারে কম্পন অনুভূত হয়। অসমের তেজপুরে আরও একবার অনুভূত হয়েছে কম্পন। যার তীব্রতা ছিল ৩.৬।

Related posts

Leave a Comment