turist and astha special trainBreaking News Others Travel 

তীর্থযাত্রীদের জন্য খুশির খবর রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক সফরে পঞ্চজ্যোতির্লিঙ্গ দর্শন। তীর্থযাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। সূত্রের খবর,আগামী সোমবার থেকে যাত্রা শুরু করতে চলেছে ভারত দর্শন নামের এই আস্থা স্পেশ্যাল ট্রেন। রেল সূত্রে জানানো হয়,এক সফরে এবার পঞ্চজ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ মিলবে। যাত্রীদের ভ্ৰমণ করানোর পর আবারও তা ফিরে আসবে ১৬ সেপ্টেম্বর।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এই ভ্ৰমণ পথে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর, সোমনাথ মন্দির, দ্বারকা, নাগেশ্বর, ত্র্যম্বকেশ্বর, কাশী বিশ্বনাথ, সিরিডি, শনি-শিঙ্গাপুর, স্ট্যাচু অফ ইউনিটি-র মতো ধর্মীয় ও দর্শনীয় স্থান দেখার সুযোগ করে দেবে রেল। এ বিষয়ে রেল সূত্রে আরও জানা যায়,দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও দুমকা থেকে ওঠা যাবে দুর্গাপুর-দ্বারকা আস্থা স্পেশাল ট্রেনে। পাশাপাশি জামতারা, ভাগলপুর, পাটনা ও দীনদয়াল উপাধ্যায় স্টেশন-সহ বেশ কয়েকটি স্টেশন থেকে এই ট্রেনে যাত্রীরা চড়তে পারবেন।

দুর্গাপুর থেকে সোমবার ট্রেনটি ছেড়ে যাবে সকাল ১১টা নাগাদ। স্পেশাল ট্রেন সফরে সকাল, দুপুর ও রাতে রেলের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা। স্টেশন থেকে থাকবে বাসের ব্যবস্থাও । দর্শনীয় স্থানগুলিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের জন্য থাকছে বিশেষ বিমার ব্যবস্থাও।
রেল সূত্রের খবর, মোট ১২ রাত ও ১৩ দিনের এই ট্রেন যাত্রার ক্ষেত্রে মাথাপিছু ব্যয় হবে ১২ হাজার ২৮৫ টাকা।

Related posts

Leave a Comment