১৩১ বছরের ঐতিহ্য মেনেই পথ চলবে এটিকে-মোহনবাগান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সংযুক্তিকরণের পর নতুন দলের নাম হল এটিকে-মোহনবাগান। প্রতীক নেওয়া হয়েছে পালতোলা নৌকা। জানা গিয়েছে, এই এমব্লেমের মাঝখানে লেখা এটিকে-মোহনবাগান ফুটবল ক্লাব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, গত ১৭ জুন এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড হিসেবে কোম্পানিটি আত্মপ্রকাশ করেছিল। বোর্ড মিটিংয়ের পর এটিকে-মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের ১৩১ বছরের ঐতিহ্য ও সমর্থকদের সেন্টিমেন্টকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, আগামী দিনে এটিকে-মোহনবাগানকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। নতুন জার্সিতেও থাকছে চিরাচরিত সবুজ-মেরুন রং। পাশাপাশি মোহনবাগান মাঠ ও গ্যালারির আমূল সংস্করণের কথাও বলা হয়েছে। পরিকাঠামোর আরও উন্নতি ঘটানোর টার্গেট রয়েছে। আবার গ্যালারিতে দর্শকদের সুযোগ-সুবিধা বাড়ানোও লক্ষ্য হবে। ফ্লাড লাইটের উন্নতির বিষয়টিও দেখা হবে বলে জানা যায়।

