স্পিড পার্সেল মাধ্যমে জয়নগরের মোয়া ভিনরাজ্যেপাঠানোর প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জয়নগরের মোয়া এবার পৌঁছে যাবে ডাকযোগে। সূত্রের খবর,জয়নগর পোস্ট অফিসে এই প্রয়াসের সূচনা হল। স্পিড পার্সেল সার্ভিসের মাধ্যমে মুম্বাই ও চেন্নাইয়ের পথে রওনা দিয়েছে এই মোয়া। উল্লেখ করা যায়, জয়নগরের মোয়া ও নলেন পাটালি বিমানে বাহরিন পৌঁছেছে। সূত্রের আরও খবর, স্পিড পার্সেল সার্ভিসের মাধ্যমে জয়নগরের মোয়া ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের পোস্টমাস্টার জেনারেল।
প্রসঙ্গত,গত ২২ জানুয়ারি জয়নগর মোয়া নির্মাণ সোসাইটির সম্পাদককে চিঠি দিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক বিভাগের জয়নগর সাব ডিভিশনাল ইন্সপেক্টর তপোব্রত ঘোষ। জয়নগর পোস্ট অফিস সূত্রের খবর, প্রায় ২৬ কেজি মোয়া ও চেন্নাই শহরে পাঠানোর জন্য পার্সেল বুকিং হয়েছে।
শীতের মরশুমে জয়নগর ও বহড়ুতে চলেছে মোয়া তৈরির কাজ।

