Azam KhanOthers Sports 

করোনায় প্রয়াত পাকিস্তানের স্কোয়াশ তারকা আজম খান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাকিস্তানের স্কোয়াশ তারকা আজম খান (৯৫) লন্ডনে করোনা ভাইরাসে মারা গিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, আজম খান ১৯৫৯ সাল ও ১৯৬১ সালে ব্রিটিশ ওপেন জয়ী হন। সূত্রের খবর, তাঁর করোনার পরীক্ষা পজিটিভ এসেছিল গত সপ্তাহেই। আজম খানের দাদা হাসিম খানও নামী স্কোয়াশ তারকা ছিলেন। তাঁর জন্ম পেশোয়ারের এক গ্রামে। পাকিস্তানের বাসিন্দা হলেও ১৯৫৬ সাল থেকে তিনি ইংল্যান্ডেই বসবাস করতেন।

Related posts

Leave a Comment