Thomas-SchaeferAccident World 

অর্থনীতি বাঁচানোর দিশা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন শেফার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা বিশ্বজুড়ে করোনা আতঙ্ক।এর জেরে প্রবল আর্থিক মন্দাও। কোনও রকম দিশা খুঁজে না পেয়ে আত্মহত্যার পথই বেছে নিলেন জার্মানির হেসে প্রদেশের মন্ত্রী থমাস শেফার। দীর্ঘ এক দশক হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন থমাস। ৫৪ বছর বয়সী শেফার অর্থনীতিকে বাঁচানোর দিশা নিয়ে উদ্বেগে ছিলেন বলে খবর।জার্মানির ফ্রাঙ্কফুট এবং মাইনেজের মাঝে হোছাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনে তাঁর দেহ পাওয়া যায়। স্থানীয় পুলিশের অনুমান,চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন থমাস। দুই দশক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শেফার। জানা যায়, চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সিডিইউ দলের সদস্যও ছিলেন থমাস শেফার।

Related posts

Leave a Comment