করোনা মোকাবিলায় রেলে চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতির মোকাবিলায় রেল হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্স নিয়োগ করতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। সূত্রের খবর, করোনা ভাইরাসের বিপর্যস্ত পরিস্থিতি রুখতেই রেলের হাসপাতালে কাজের জন্যই এই নিয়োগ করা হচ্ছে। রেল সূত্রের খবর, করোনার আপৎকালীন পরিস্থিতির জেরেই এই নিয়োগের সিদ্ধান্ত। অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা ভাবতেই হচ্ছে রেলকে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, দ্রুত এই নিয়োগের কাজ শেষ করা হবে।