আজ ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ চালু, উদ্বিগ্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ চালু করার কথা ঘোষণা করল কেন্দ্র। করোনা সংক্রমণে আর্থিক প্যাকেজও ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ওই পরিষেবাগুলি চালু হবে আজ সোমবার থেকেই। এরফলে বিপুল অঙ্কের গ্রাহক আজ থেকেই ব্যাঙ্কে এই পরিষেবা নিতে আসবেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। উল্লেখ্য, করোনাজনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনার আওতায় জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা প্রদান করার কথা ঘোষণা করেন। আবার ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে ১০০ দিনের কাজ, পেনশন এবং বেতনও। সবই মিলিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে উদ্বিগ্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।