করোনা আতঙ্কে আত্মঘাতী জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবসাদে আত্মঘাতী হলেন জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফার। জানা গিয়েছে, রেললাইন থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। আরও জানা যায়, শনিবার মাইনজ আর ফ্রাঙ্কফুর্টের মধ্যবর্তী এলাকায় রেল লাইনের উপর থেকে অর্থমন্ত্রীর ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করেছে স্থানীয় প্যারামেডিক্যালের একটি টিম। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সূত্রের আরও খবর, করোনা বিপর্যয় পরিস্থিতিতে সম্প্রতি দুশ্চিন্তা ও অবসাদে ছিলেন তিনি। উল্লেখ্য, জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্র্যাঙ্কফুর্টের হেসেতেই ডয়েচ ব্যাঙ্ক এবং কমার্জ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদর দফতর রয়েছে।
জার্মানিতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫৮ হাজার ২৪৭ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫৫। পরিস্থিতি সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে, আতঙ্ক, দুশ্চিন্তা ও অবসাদেই আত্মঘাতী হয়েছেন তিনি।