রক্ত সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতি। চাহিদা অনুযায়ী রক্তের জোগানে ঘাটতি রাজ্যে। সঙ্কট মোকাবিলায় আসরে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে শহরের প্রতিটি ব্লাড ব্যাঙ্কগুলিতে ঘণ্টায় ৪জন করে রক্ত দেবেন।করোনা ভাইরাসে দেশে লক ডাউন ঘোষিত। হাসপাতালগুলিতে তীব্র রক্ত সঙ্কটও। এর মোকাবিলায় এগিয়ে এসেছে কলকাতা পুরসভা।আবার লকডাউনে শহরের রাজ-ঘাট ফাঁকা। ব্লাড ব্যাঙ্কগুলি প্রায় জনশূন্য। চাহিদা মত রক্তের জোগানেও অভাব। এই অবস্থায় রক্তাল্পতা ,থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়।তাই রক্ত জোগাড় করতে নাস্তানাবুদ হচ্ছেন অভিভাবকরা।এবার খানিকটা স্বস্তি দিল কলকাতা পুরসভা।পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এ বিষয়ে জানান,ইতিমধ্যেই নির্দিষ্ট ডেটাবেস তৈরি করে এই কাজ শুরু করছে পুরসভা।সব কাউন্সিলর, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবকে ইচ্ছুক রক্তদাতাদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।ওয়ার্ডে-ওয়ার্ডে তৈরি করা হচ্ছে ইচ্ছুক রক্তদাতাদের তালিকাও