Abhijit Binayok BandyopadhyayBreaking News Others 

করোনা মোকাবিলায় রাজ্যের পাশেই নোবেলজয়ী অভিজিৎ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা নিয়ে সচেতনতার প্রচারে এবার নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার দুফলো। সূত্রের খবর, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয় এই অর্থনীতিবিদের। জানা গিয়েছে, দারিদ্র দূরীকরণে সরকারের কোন প্রকল্প বেশি কার্যকরী তা তাঁরা রান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বা আরসিটি পদ্ধতির মাধ্যমে বের করার চেষ্টা করেন। উল্লেখ্য, এই পদ্ধতি আবিষ্কারের জন্যই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পত্নী এস্থার দুফলো ও তাঁদের সহযোগী মাইকেল ক্রেমার গত বছর অর্থনীতিতে নোবেল পান। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চাইছেন অভিজিৎবাবু তাঁর আরসিটি পদ্ধতি ব্যবহার করে করোনা নিয়ে সচেতনতা গড়ার কাজ সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে। সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থনীতিবিদ জানিয়েছেন, কীভাবে করোনা নিয়ে সরকার প্রচার চালালে মানুষ গুরুত্ব দেবে এবং দ্রুত এ বিষয়ে সচেতনতা গড়ে উঠবে, তা নিয়ে আমরা কাজ করতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে।

Related posts

Leave a Comment