Rajakumari MariaBreaking News Health Others 

স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার করোনায় মৃত্যু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হল স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসা দ্য বর্বোন-পারমার। সূত্রের খবর, স্পেনের রাজার করোনা পরীক্ষা হয়েছিল। রাজার নেগেটিভ হয়। রাজা কিং ফেলিপ-ফোরের তুতো বোন রাজকুমারী মারিয়া টেরেসা করোনাতেই প্রাণ হারালেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জানা যায়, রাজকুমারী একসময় প্যারিসের সরবোঁ বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপিকা ছিলেন।

Related posts

Leave a Comment