করোনার ভ্যাকসিন তৈরির পথে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারীতে জবুথবু বিশ্বের তাবড় তাবড় দেশগুলি।এই ভাইরাস বিশ্বের কয়েক হাজার মানুষকে মৃত্যুশয্যায় শায়িত করেছে।এখনও পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ।এরূপ কঠিন অবস্থায় এই ভাইরাসের অ্যান্টোবায়েটিক তৈরি করার চেষ্টায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।তবে আশার আলো দেখাতে পারে ভারতীয় বিজ্ঞানীরা।করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।হায়দ্রাবাদ বিশ্ববিদ্যাল সূত্রে জানানো হয়েছে, বায়োকেমিস্ট্রির এক অধ্যাপক ইতিমধ্যেই একটি ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন। যা সঠিকভাবে কাজ করলে নিঃসন্দেহে তা বিশ্বের কাছে গৌরবময় আবিষ্কার হবে।উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর মতে COVID-19 এর ভ্যাকসিন তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু “হু ” সূত্রে আরও বলা হয়েছে, এই ভ্যাকসিন তৈরি করতে কমপক্ষে ১ থেকে দেড় বছর সময় লাগতে পারে।