Ratan-TataBreaking News 

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন রতন টাটা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার কবল থেকে বাঁচতে সারা দুনিয়ার মতোই আপ্রাণ লড়াই করে চলেছে ভারতবর্ষ। বিশ্বব্যাপী এই মহামারীতে দেশের লড়াইয়ে এগিয়ে এলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। দেশবাসী তাঁকে ভারতীয় শিল্পজগতের প্রাণপুরুষ হিসেবেই চেনেন। আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে। গতকাল রতন টাটা জানান, করোনা মোকাবিলায় টাটা ট্রাস্ট সরকারের হাতে ৫০০ কোটি টাকা তুলে দেবে এবং টাটা সন্স-এর পক্ষ থেকে দেওয়া হবে আরও ১ হাজার কোটি টাকা। উল্লেখ্য, আদানি থেকে আম্বানি কোনও গোষ্ঠীই দেশের সাহায্যে এতটা এগিয়ে আসেনি।

এদিন রতন টাটা ট্যুইট করে জানিয়েছেন, কোভিড-১৯ মোকাবিলায় টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য করবে। এই বিপর্যয়ের দিনে এই টাকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে। সংক্রমিত রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা, চিকিৎসা খরচ এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের দেখভাল এবং এই সংক্রান্ত যাবতীয় খরচের উদ্দেশ্যে এই অর্থ প্রদান করা হবে।

Related posts

Leave a Comment