Badminton-1Others Sports 

রাজ্য সিনিয়র ব্যাডমিন্টন রাঙ্কিংয়ে সেরা অনির্বাণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা হলেন অনির্বাণ। রায়পুর ক্লাবে রাজ্য সিনিয়র রাঙ্কিং ব্যাডমিন্টনে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হল অনির্বাণ মণ্ডল। মহিলাদের মধ্যে সেরা হলেন সঞ্চালি দাশগুপ্ত। পুরুষদের ডাবলসে সেরা হয়েছেন আদিত্য মণ্ডল ও সৈকত বন্দ্যোপাধ্যায়। মহিলাদের ডাবলসে খেতাব জয়ী হয়েছেন এষা ঘোষ ও পূজা দলুই। মিক্সড ডাবলসের সেরা নির্বাচিত হলেন মণিদীপা দে ও ময়ূখ ঘোষ জুটি।

Related posts

Leave a Comment