কিংবদন্তি কোচ অমল দত্তের নামে স্টেডিয়াম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার অমল দত্তের নামে হল স্টেডিয়াম। দমদমের প্রাইভেট রোড সংলগ্ন স্টেডিয়ামটির নামকরণ করা হল কিংবদন্তি কোচ ও ফুটবলার অমল দত্তের নামে। উল্লেখ্য, একসময় কলকাতা ময়দানে কোচ হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন অমল দত্ত। বাংলার ফুটবলে “ডায়মণ্ড সিস্টেম” তাঁর হাত ধরেই এসেছে। “অমল দত্ত ক্রীড়াঙ্গন”-এর উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনের পর তিনি জানালেন, ৫ হাজার আসন বিশিষ্ট মাঠটিতে ইন্ডোর ও আউটডোর মিলিয়ে এখানে দু-ধরনের খেলার ব্যবস্থা থাকবে। এলাকার যুবক-যুবতীরা খেলতে পারবেন। দমদমে অত্যাধুনিক এই মাঠে ফুটবল ছাড়াও ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও জিমন্যাস্টিক্স খেলার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।