বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা মহারাজা রঞ্জিত সিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি )সংস্থার সমীক্ষায় বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা নির্বচিত হলেন পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং। ঊনবিংশ শতকে তিনি ছিলেন উত্তর ভারতের সেরা যোদ্ধাও। পাশাপাশি উত্তর ভারতের শক্তিশালী নেতাও ছিলেন। তিনি তাঁর রাজ্যকে আর্থিক,সামরিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সেই সময়ে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন। আবার বিশেষ করে আফগানিস্তান,পারস্য ,তুর্ক, পাঠান,ইংরেজ, রাজপূত, চীনাদের কাছে তাঁর সাহস ও সমৃদ্ধি ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একাধিক লড়াইয়ে তিনি সামিল ছিলেন। বহুবার মরতে মরতেও বেঁচে যান। ছোটবেলায় তাঁর বাঁ চোখটি নষ্ট হয়ে যায়। বিশ্বের সেরা হিরে কোহিনুরও ছিল তাঁর কাছে।