বুদ্ধির বিষয়ে শিক্ষার পাঠ্যক্ৰম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১ লক্ষ পড়ুয়াকে কৃত্রিম বুদ্ধির বিষয়ে শিক্ষিত করার প্রয়াস নেওয়া হয়েছে। এই উদ্যোগে সি বি এস ই -র সঙ্গে একসাথে কাজ করতে চলেছে প্রযুক্তি সংস্থা ” ইনটেল “। এই সংক্ৰান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিশদে আলোচনা ও মউ সই হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে ,সি বি এস ই বোর্ডের অধীনে দেশের ২২হাজার স্কুলে এই ধরণের পাঠ্যক্রম চালু হবে বলে খবর। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এই পাঠ্যক্রম বলে জানা যায়। “ইনটেল এ আই ফর ইউথ ” শীর্ষক পাঠ্যক্রম খুব শীঘ্রই দেশব্যাপী চালু হবে বলে জানানো হয়েছে।