বাজারে অমিল করোনা প্রতিরোধক মাস্ক EB-কে নির্দেশ মমতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আশঙ্খার মধ্যেই মাস্কের ক্রয় বিক্রয় অনিয়ম মেনে নেবে না রাজ্য। এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ মেডিক্যাল কলেজ চত্বর হানা দেয়। এদিকে আশঙ্খা সামাল দেওয়ার জন্য হেল্প লাইন খুলল রাজ্য। তৈরি করা হয় কুইক রেসপন্স টিম। প্রশাসন এই মারণ ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো থেকে সকলকে বিরত থাকে বলেছেন। উল্লেখ্য আতঙ্কের আবহেই নতুন সমস্যা হল বাজারে মাস্কের কালোবাজারি। প্রয়োজনীয় N95 মাস্ক! এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়েও সমস্যা বিস্তর। মমতা বলেন, এত গুজব ছড়ানোর কোনও ভিত্তি নেই। সবার মঙ্গলের জন্যই এই সভা। ওষুধের দোকানগুলিতে হানা দিয়েছিল কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন দোকান থেকে ক্যাশমেমো, রেজিস্ট্রার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে কিছু মাস্কও। পাশাপাশি দোকানদারদের নির্দেশিকা দেওয়া হয়েছে, সামনে বোর্ড টাঙিয়ে লিখে রাখতে হবে, কোথা থেকে মাস্ক কিনছেন। কত দামে তা বিক্রি করছেন। কত বিক্রি হচ্ছে ইত্যাদি। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন রেল ও বন্দরের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। বিমানবন্দরের পাশাপাশি, সীমান্তের চেকপোস্টগুলিতেও বিশেষ ক্রিনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হয়েছে কল সেন্টার ও হেল্পলাইন। জানানো হয়েছে, 1800 313 444 222 নম্বরে ফোন করে কলসেন্টারে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর হল 033 2341 2600। জেলায় জেলায় কুইক রেসপন্স টিমও তৈরি রাখছে রাজ্য। আবার হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখ ঢাকার মতো বিষয়গুলি নিয়েও জনগণকে সচেতনতার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।