petrolBreaking News Others 

কমলো জ্বালানির দাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতিতে কমছে জ্বালানির দাম। কিন্ত দাম বেশ কিছুদিন থমকে থাকার পরে গত দিন চারেকে ফের কমতে শুরু করে। আজ ১৫ পয়সা কমে ৭৩এর ঘরে চলে এল কলকাতায় পেট্রোলের দাম। ৭৩-এ আসার পর দ্রুত নামছে পেট্রোলের দাম।
বহুদিন ধরে এক জায়গায় দাঁড়িয়ে ছিল পেট্রোলের দাম, বাড়েনি , কমেওনি। ফলে বোঝা যাচ্ছিল না কোনদিকে কখন মোড় নেবে জ্বালানির দাম। বিগত তিন চার দিন ধরে লাফিয়ে কমতে শুরু কমে পেট্রোলের দাম। যা বৃহস্পতিবার আরও কমে হয় লিটার প্রতি ৭৩.৯৬টাকা। শুক্রবার পেট্রোলের দাম লিটার প্রতি ৭৩.৮২ টাকা। বৃহস্পতিবারের তুলনায় এদিন দাম কমেছে ১৪ পয়সা।
বুধবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭৪.১১ টাকা। কীভাবে কমেছে পেট্রোলের দাম। দেখা যাচ্ছে , ২৭ ফেব্রুয়ারি পেট্রোলের দাম ছিল ৭৪.৬০ টাকা। এরপর ২৮ তারিখেও একই দাম ছিল। ২৯ তারিখ সাত পয়সা দাম কমে ৭৪.৫৩তে নামে দাম। এরপর পয়লা মার্চ এক লাফে ১৫ পয়সা দাম কমে ৭৪.৩৮-এ চলে আসে পেট্রোলের দাম। ২ মার্চ ২২ পয়সা দাম কমে পেট্রোলের দাম হয় ৭৪.১৬ টাকা। তিন তারিখ দাম আরও কমে হয় ৭৪.১১ টাকা। আজ চার মার্চ দাম রয়েছে ৭৪.১১ টাকাই।
শুক্রবার কলকাতায় ডিজেলের দাম ৬৬.১৪ টাকা। বৃহস্পতিবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৬৬.২৭ টাকা। দাম কমেছে ১৩ পয়সা। বুধবার দাম ছিল ৬৬.৩৬ টাকা। বৃহস্পতিবার দাম কমেছিল ৯ পয়সা। পেট্রোল ডিজেল উভয়ের একসঙ্গে দাম কমায় গাড়ি ব্যাবহারকারিদের মুখে কিছুটা স্বস্তির হাসি। এবার আরও কমে কিনা জ্বালানীর দাম সেটাই দেখার।

Related posts

Leave a Comment