elctric billOthers 

বিদ্যুতের বিল জমা দেওয়ার নয়া নিয়ম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এপ্রিল মাসের ১তারিখ থেকে শনিবারও বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ অফিস।সেক্ষেত্রে অনলাইনে বা কিয়স্ক মেসিনে গ্রাহকরা বিল জমা দিতে পারবে। ১লা এপ্রিল থেকে রবিবারের সঙ্গে শনিবার ও থাকবে বলে খবর। অর্থাৎ কর্মীরা ৬দিনের পরিবর্তে ৫দিন কাজ করবে এপ্রিল মাস থেকে। জানা গেছে,কর্মীরা যেমন অতিরিক্ত একদিন ছুটি পাবে তেমন তাদেরকে ওই ৫দিন অতিরিক্ত আধঘন্টা বেশি কাজ করতে হবে। আরও জানা যায়, এখন গ্রাহকরা ৩.৩০মিনিট পর্যন্ত বিল জমা দিতে পারলেও এপ্রিল মাসে তারা ৩.৪৫মিনিট পর্যন্ত বিল জমা করতে পারবে। বাড়তি ১৫ মিনিট খোলা থাকবে কাউন্টারগুলি। বিদ্যুত বন্ঠন ব্যবস্থার এই নিয়মের ফলে এপ্রিল মাস থেকে গ্রাহকরা ৩.৪৫মিনিট পর্যন্ত বিল জমা করতে পারবে।

Related posts

Leave a Comment