Baichung BhutiaOthers Sports 

সিকিমে আটকে পড়া শ্রমিকদের পাশে বাইচুং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে সিকিমে আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলার বাইচুং। সূত্রের খবর, রুটি-রুজির টানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে অনেকেই এসেছিলেন এখানে। আবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দারও রয়েছেন। লকডাউন ঘোষিত হওয়ার পর অনেকেরই কার্যত কাজ বন্ধ হয়ে যায়। এরপর বাড়ি ফেরার কোনও উপায় থাকে না। সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে থাকা এমনই শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন বাইচুং। সূত্রের আরও খবর, গ্যাংটকের কাছে লুমসেতে নিজের অসমাপ্ত বাড়িতেই আটকে পড়া শ্রমিকদের ঠাঁই দিলেন। পাশাপাশি তাঁদের থাকা ও খাওয়ার বন্দোবস্তও করলেন সিকিমের এই ভারতীয় ফুটবলার। জানা গিয়েছে, শিলিগুড়িতে বাইচুং নিজেও আটকে রয়েছেন। কলকাতা থেকে গ্যাংটকে গিয়েছিলেন গত সপ্তাহে।

Related posts

Leave a Comment