হ্যান্ড স্যানিটাইজারের অভাব মেটাতে উদ্যোগ রাজ্যের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোরান প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজারের অভাব মেটাতে ৩৫টি সংস্থাকে লাইসেন্স দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, অতি দ্রুত রাজ্য সরকারের চাহিদা মতো যুদ্ধকালীন প্রস্তুতিতে স্যানিটাইজার তৈরি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে। উল্লেখ্য, করোনাজনিত পরিস্থিতিতে হ্যান স্যানিটাইজারের নিত্য বেড়েই চলেছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই ভাবনা। পাশাপাশি ড্রাগ কন্ট্রোল এবং ওষুধ ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে যুক্তদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে ড্রাগ কন্ট্রোলের নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে।