করোনা মোকাবিলায় আসরে বিরুষ্কা- সানিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের থাবা দেশে। এই পরিস্থিতির মোকাবিলায় ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা আসরে নেমেছেন। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ঘরবন্দি থাকার অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। টুইটারে তাঁরা জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই করার একমাত্র পথ, নিজেকে গৃহবন্দি রাখা। কেন্দ্রীয় সরকার যে লকডাউন ঘোষণা করেছে, তা অমান্য করলে বাড়বে বিপদ। যতটা সম্ভব বাড়িতে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। উল্লেখ্য, কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ওই তারকা দম্পতি। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধও জানান। অন্যদিকে ১ কোটি ২৫ লক্ষ টাকা করোনায় ত্রাণ হিসেবে তুলে দিলেন সানিয়া মির্জা।