রাজ্যে মিষ্টির দোকান খোলা থাকবে ১২টা-৪টে পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতি থেকে সাময়িক রেহাই এবার রাজ্যের মিষ্টির দোকানগুলির। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের মিষ্টির দোকান খোলা থাকবে। নবান্নে পর্যবেক্ষণ বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাষীদের দুধ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মিষ্টি খেতে ভালবাসে। তাই ৪ ঘন্টার জন্য মিষ্টির দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে দুধ নষ্ট না হয়, মানুষও মিষ্টি খেতে পারেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন মিষ্টির দোকান ও রাজ্যের বহু গোয়ালারা।