Baj Rang PuniaOthers Sports 

৬ মাসের বেতন দান করার কথা ঘোষণা বজরংয়ের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারকা কুস্তিগির বজরং পুনিয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের ৬ মাসের বেতন দান করার কথা ঘোষণা করলেন। পাশাপাশি টোকিও অলিম্পিক্স বাতিল করার কথাও জানালেন পুনিয়া। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, যে দেশগুলি সরে এসেছে তাদের অনুপস্থিতিতে এত বড় মাপের প্রতিযোগিতা জৌলুস হারাবে। প্রসঙ্গত, ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বজরং রেলে কাজ করেন। তিনি টুইট করে নিজের ৬ মাসের বেতন দান করার কথা জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এই ঘটনার প্রশংসা করেছেন।

Related posts

Leave a Comment