সতর্কতা ও সাবধানতায় করোনার সুফল পেল ভো শহর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার নিরিখে এখন চিনকে টেক্কা দিয়েছে ইতালি। ইউরোপের সুসজ্জিত দেশ এখন মৃত্যু-নগরী। চিনের উহান প্রদেশ থেকে একসময় ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস করোনা। এরপর নানা দেশে ছড়িয়ে পড়ে মহামারীর রূপ নিয়ে। জানা যায়, চিনের উহানে আর কোনও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি নতুন করে। আরও জানা যায়, যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা সবাই অন্য দেশ থেকে চিনে গিয়েছিলেন।
অন্যদিকে, মৃত্যু-নগরী ইতালিতে যুদ্ধ জয়ের পরিবেশ। ছোট্ট শহর ভো এখন বিপদমুক্ত। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যতে নেমেছে। প্রসঙ্গত, ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী এই ভো শহর। গত মাসে ৩,৩০০ মানুষের করোনা টেস্ট হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, শহরের মোট জনসংখ্যার ৩ শতাংশ করোনায় আক্রান্ত ছিল। এরপর করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের কোয়ারান্টিনে রাখা হয়। পরবর্তীতে কঠোর বিধিনিষেধ মানতে বাধ্য করা হয়। জারি হয় নিষেধাজ্ঞা। আক্রান্তরাও সরকারের নির্দেশ মেনে সুফল পান। ২ সপ্তাহ পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৪১ শতাংশ।
ইতালির ভো শহরের বাসিন্দারা একপ্রকার দৃষ্টান্ত তুলে ধরলেন। এই কঠিন সময় থেকে মুক্তির একমাত্র উপায় গৃহবন্দি থাকা। এরফলে নিজেকে ও অন্যকে বাঁচানো সম্ভব। ভো শহরকে প্রাথমিকভাবে করোনাভাইরাসের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। সতর্কতা ও সাবধানতায় সুফল পেল ভো শহর।