Basirhat Police StationOthers 

করোনা উপেক্ষা করে মেলা, পুলিশী হানা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় থাবায় জমায়েতে নিষেধাজ্ঞা ছিল। সে সব উপেক্ষা করেই মেলা। এই বিপর্যয়েও বাদুড়িয়া এবং স্বরূপনগরের দুটি গ্রামে মেলা বন্ধ হয়নি। এরপর পুলিশী হানায় শেষ পর্যন্ত মেলা দুটি বন্ধ হল। স্থানীয় সূত্রের খবর, জনতা কার্ফু যেমন ছিল, তেমনই আগে থেকেই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। স্থানীয় ও পুলিশ সূত্রের জানা যায়, সবকিছু জেনেও মেলার আয়োজন বন্ধ করেনি ওই দুই কমিটি। করোনার প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দুটি মেলার উদ্বোধন হয়। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে হানা দেয়। মেলা দেখতে আসা মানুষজনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিক্রেতাদেরও দোকান গুটিয়ে বািড় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে বিনা প্রতিবাদে তা মেনেও নেন। উল্লেখ্য, একটি জন্মদিনের অনুষ্ঠানও বন্ধ করে দিয়েছে বসিরহাট থানার পুলিশ।

Related posts

Leave a Comment