লক ডাউনের প্রথম দিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লক ডাউনের প্রথম দিনে শুনশান কলকাতা সহ অন্যান্য জায়গাগুলি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও যে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর করতে মরিয়া প্রশাসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বাস্থ দপ্তর, পুলিশ-প্রশাসন সকলেই দিন-রাত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সাধারণ মানুষের জীবন রক্ষার স্বার্থে। আজ লক ডাউনের প্রথম দিনে ‘আমার বাংলা’-র প্রতিনিধিরা রাজ্যের বেশ কিছু জনবহুল অঞ্চলে যায় সেখানকার পরিস্থিতি দেখার জন্য। প্রশাসন কঠোর হাতে দায়িত্ব পালন করছে। কোথাও কোনো চায়ের দোকান খোলা থাকলে সাথে সাথে তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও কোনো জটলা দেখলেই মুহূর্তের মধ্যে সেই এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে।


ছবিগুলি বসিরহাট কোর্ট এবং সংলগ্ন এলাকার।


ছবিগুলি বসিরহাট স্টেশনের।



ছবিগুলি কচুয়া লোকনাথ ধামের।



ছবিগুলি রাজারহাট-নিউ টাউন সংলগ্ন চিনার পার্কের।



ছবিগুলি VIP রোডের অন্যতম জনবহুল এলাকা বাগুইআটির।