Harvey WeinsteinHealth Others 

করোনায় আক্রান্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইন। আক্রান্ত হার্ভে ওয়েনস্টাইন এখন নিউ ইয়র্কের এক সংশোধনাগারে রয়েছেন। সূত্রের খবর, করোনা ভাইরাস টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ। সংশোধনাগার সূত্রে বিষয়টি স্বীকার করা হলেও হার্ভের মুখপাত্র এখনও খবরটি নিয়ে নিশ্চিত হতে পারেননি। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে গত ১১ মার্চ হার্ভেকে ২৩ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর থেকে তিনি সংশোধনাগারেই রয়েছেন। আইসোলেশনে রাখা হয়েছে হার্ভেকে।

Related posts

Leave a Comment