Provident FundLifestyle Others 

করোনার আবহেও পিএফ-এর পেনশন সময়েই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহেও পিএফ-এর পেনশন মিলবে যথাসময়ে। প্রভিডেন্ট ফান্ডের পেনশন প্রাপকদের পেনশন পেতে যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে তাঁদের আঞ্চলিক দফতরগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। ওই নির্দেশে জানানো হয়েছে, পেনশনের টাকা যাতে যথাসময়ে পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিতে হয়। প্রসঙ্গত, পিএফ থেকে মোট ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সদস্য পেনশন পান।

Related posts

Leave a Comment