মানব শরীরের সংক্রমণের খোঁজে যন্ত্র আবিষ্কার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানুষের রক্তে ক্ষতিকারক ব্যাক্টিরিয়া দ্রুত নির্ধারণ করতে পারে, এমন একটি যন্ত্র আবিষ্কার হল। এসিএস অ্যাপ্লায়েড মেটিরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস নামে একটি জার্নালে এই খবর বের হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, যন্ত্রটি আকারে খুবই ছোট। এই যন্ত্র আবিষ্কারের ফলে কোনও মানুষের শরীরে কী ধরনের সংক্রমণ হয়েছে, তা খুব সহজেই জানা যাবে। এমনকী যন্ত্রটি মানুষের শরীরের তরল থেকে ক্ষতিকারক ব্যাক্টিরিয়া খুব দ্রুত চিনে নিতে পারবে। পাশাপাশি রোগ নির্ধারণে খুব সুবিধে হবে বলে দাবি করা হয়েছে জার্নালটিতে।