করোনার ত্রাসের মধ্যেই ভারত মহাসাগরের চিনা যুদ্ধ জাহাজ উভয় সংকটে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একদিকে করোনাভাইরাসের জেরে তঠস্থ গোটা পৃথিবী ।অন্যদিকে এই পরিস্থিতিতে চিনা জাহাজের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত।সূত্র্রের খবর, বেশ কিছুদিন ধরেই ভারত মহাসাগরের আশেপাশে দেখা যাচ্ছে চিনা জাহাজ।এদিকে ভারতীয় নৌসেনা তা ট্র্যাক করছে।আবার পাকিস্তানি জাহাজের উপরেও রাখা হয়েছে কড়া নজরদারি।মালাক্কা প্রণালীতে নজরদারি চালানোর জন্য ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ মোতায়েন করা রয়েছে, নৌসেনা সূত্রে এ খবর জানা যায়। নজরদারির সময় দেখা গিয়েছে পাক নৌবাহিনীর এনএস ইয়ারমুক জাহাজটিকে। জানা যায়, এটি রোমানিয়া থেকে লোহিত সাগর হয়ে করাচির অভিমুখে এগিয়ে যাচ্ছিল।ওই পাকিস্তানি জাহাজের উপর ভারতীয় নৌসেনা নজর রেখেছে। পাক ভেসেল এর পাশাপাশি চিনা নৌসেনার যুদ্ধজাহাজ।তাআদতে একটি ট্যাংকার।সূত্রের খবর এই ট্যাংকার ভারত মহাসাগরের দিকে এগোতে থাকলে ভারতীয় নৌসেনা তা নজরে রেখেছে।এমনকী আন্তর্জাতিক পত্রিকায় ফোর্বসে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, সমুদ্রের জলস্তরে মোতায়েন করেছে একগুচ্ছ সিউইং বা আন্ডারওয়াটার ড্রোন।এইসব ড্রোনগুলো সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন তথ্য চিনে পাঠিয়ে দিচ্ছে বলে খবর।যদিও ফোর্বসের ওই রিপোর্টের সত্যতা ভারতীয় নৌসেনার কাছে স্পষ্ট নয়।